• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo
কারাগারে গান বাংলার তাপস
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত এ আদেশ দেন। এ দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ।  আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যায়। আসামিকে জামিনে মুক্তি দিলে আইন শৃঙ্খলার অবনতিসহ মামলার তদন্তে ব্যাঘাতসহ দেশ ত্যাগ করার আশঙ্কা রয়েছে। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হস্তে দমন করার জন্য ক্ষমতাচ্যুত সরকারকারের নেতা-কর্মীদের উসকানি প্রদান করেছে। তিনি একজন সক্রিয় আওয়ামী লীগের কর্মী। মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি। মামলার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য এবং মামলায় ব্যবহৃত আলামত উদ্ধার করতে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা দরকার। এতে মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, অজ্ঞাতনামা আসামি শনাক্ত ও গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করা সম্ভব হবে।  এদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে এ মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় তাকে কারাগারে পাঠিয়ে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন আদালত। এদিকে, মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। আরটিভি / এএ 
১৯ ঘণ্টা আগে

গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড আবেদন
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে সোমবার (৪ নভেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে। এ মামলায় তাপসের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।  জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলায় রাজধানীর উত্তরা থেকে তাপসকে গেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।  মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যান্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরস্থ আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।  এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। আরটিভি/এইচএসকে/এসএ  
২০ ঘণ্টা আগে

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক
বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। আবুল কাসেম ফজলুল হক একাডেমিতে সেলিনা হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার (২৭ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হলো। জীবনের চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতে সোচ্চার ‘রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি’র আহ্বায়ক তিনি।  সালের ৩ ফেব্রুয়ারি একাডেমির সভাপতি পদে দায়িত্ব পাওয়া কথাসাহিত্যিক সেলিনা হোসেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ অক্টোবর পদত্যাগ করেন।   তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবুল কাসেম ফজলুল হক বলেন, ‘আমি এখনো চিঠি হাতে পাইনি। হয়তো আমার দপ্তরে পাঠিয়ে থাকতে পারে। তবে যারা আমাকে এই পদে মনোনীত করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে এটাও বলব, বাংলা একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান।  কিছু সংকীর্ণ লোকজন এটি পরিচালনা করার কারণে ধীরে ধীরে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। এটি যেন জাতীয় প্রতিষ্ঠান হয়ে থাকতে পারে এবং বাংলা একাডেমির যে কাজ, তা যেন করতে পারে।’ আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তান অধ্যাপক ড. শুচিতা শরমিন ও ফয়সল আরেফিন দীপন। শুচিতা শরমিন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর দীপনকে হত্যা করে জঙ্গিরা। আরটিভি/এআর
২৭ অক্টোবর ২০২৪, ১৪:৪১

বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের 
চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতের পাড়ি দিবে বাংলাদেশ দল। সেখানে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আর এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই সিরিজে আফগান দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেট ও ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে আলো ছড়ানো সেদিকউল্লাহ আটাল। এ ছাড়া একাদশে ফিরেছেন স্পিনার নুর আহমাদ। বাকি ১৭ সদস্যই গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে ছিলেন। সিরিজটি তারা ২-১ ব্যবধানে জিতে নিয়ে ইতিহাস গড়ে। বাংলাদশের বিপক্ষে আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড:  হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমাত শাহ, রাহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, নুর আহমাদ, ফাজাল হাক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফারিদ আহমাদ মালিক। আরটিভি/ এসআর
২৩ অক্টোবর ২০২৪, ১২:২০

‘বাংলা আমার’-এর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘প্রিয় পঙক্তিমালা’
সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা আমার’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিয় পঙ্ক্তিমালা’ অনুষ্ঠান।    শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘প্রিয় পঙ্ক্তিমালা’ শিরোনামে অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।  অনুষ্ঠানে বাংলা আমার-এর আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।  আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলা আমার-এর উপদেষ্টা আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব, অতিথি হিসেবে ছিলেন আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, মাসুম আজিজুল বাসার এবং জনাব আলি আকবর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠের সদস্য রঞ্জু নাহার মনি। বাংলা আমার-এর সভাপতি মেহেদী হাসান আকাশ বলেন, সুস্থ মানসিক বিকাশে সংস্কৃতি চর্চার কোনো বিপল্প নেই। নিয়মিত সংস্কৃতি চর্চার মানুষের মানবিক মূল্যবোধ তৈরি হয়। ‘বংলা আমার’ শিশু-কিশোর এবং বড়দের নিয়ে প্রায় ৭ বছর ধরে নিয়মিত সংস্কৃতি চর্চা করে চলেছে। দীর্ঘদিন ধরে আবৃত্তি অঙ্গনে একটা গুমট ভাব তৈরি হয়ে আছে। আজকের এই আয়োজন শুধু আবৃত্তি বা গান-নৃত্য পরিবেশনের জন্য না, এটি শিল্পীদের একটি মিলনমেলাও।    আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি করেন সাজেদুল করিম সুজন, গাজী তরিকুল ইসলাম, হুর-এ-জান্নাত, মাহিনুর মুমু, পলি পারভীন, ঋতুরাজ ফিরোজ, রশিদ কামাল, মাহমুদা সিদ্দিকা সুমি, নাজমুল আহসান তরুণ, নাসিমা খান বকুল ও কাজী রাজেশ প্রমুখ।  এ ছাড়া বাংলা আমার-এর সদস্য দুলাল মাহমুদ, আবিদুর রহমান ফাহিম, মৃন্ময় চৌধুরী, তাহমিনা আক্তার ছবি, জুবায়ের হোসেন, লুৎফুন্নাহার সোনিয়া, আরিফা বেগম, কান্তা আরিফিন, তমালিকা রায় চৌধুরী, স্বর্ণলতা ঘোষ, লিপি সরকার প্রমুখও আবৃত্তি পরিবেশন করেন।  ক্ষুদে সদস্য হিসেবে ছিল মো. আনাস কবির, আরুষি রাজশ্রী গাইন, ফারওয়াহ ইসলাম মুনাদ, তাহরিম তারেক ইহান, আয়েশা জাবীন, ফাইজা ফারাহ আরিশা, ফাইরুজ লুবাবা, রিদওয়ানা আয়াত, জুন নুরাইন খান জামিয়া, সিয়ারা নূর দাহমা, সাফওয়ানা জাহান, শেখ মানহা মাহমুদ, আরিবাহ্ সিদ্দিক, শানুম জারিন, সামাইরা হক, আওসাফ আনোয়ার, আবু বকর, মিশেল মাহবিন সৌর্হাদ্য, শাহীদ কাউসারুল আনোয়ার, ফাতেমা আক্তার, তরু, রুয়াব, মহিমা, অথিন, তাহিফা জাহান তুবা, ফাবিহা তাসফিয়া, আশফিয়া হাবীব, জাহবিয়া হাবিব, মৈত্রী সরকার, আরাধ্যা সেনগুপ্ত, আলিজা হাসান, আবেদা যারীন, আয়মান ফারজানা আরিশা, নাজিফা তাসনিম রহমান, ইব্রা বিনতে মাহমুদ, জ্যাসিনা আয়াত মালিক, তাসফিয়া রহমান মানহা, অপরাজিতা সরকার, তহুরা সাফরিন রিদা, লিয়ানা, আবৃত্তি কুন্ডু, রাইয়ান আহসান, আয়ান জামান রুবাই, তাসকিন বিন মুশফিক, সাদিয়া তাসনিম সাফা, রিশান আহসান, রওশান আসফিয়া, সুহাদা মাঈনুল মানহা, ফারিহা আমিন, জান্নাতুল ফেরদৌস মিনহা, সাদ বিন মোস্তাফা, সাবাউন, উমাইযা মাহরীন প্রমুখ।  
২০ অক্টোবর ২০২৪, ১৭:০৬

বাংলা একাডেমির সভাপতির পদত্যাগ
বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন।  বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি গণমাধ্যমকে বলেন, আজ সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন। তবে সভাপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার একটা প্রক্রিয়া আছে, সেটি সম্পন্ন না হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে, তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে আমরা সবাইকে জানাবো। পদত্যাগের বিষয়ে সেলিনা হোসেন জানান, বাংলা একাডেমি থেকে কর্মকর্তারা তার বাসায় গিয়েছিলেন। তিনি কর্মকর্তাদের কাছে পদত্যাগপত্র সই করে দিয়েছেন। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি কথাসাহিত্যিক সেলিনা হোসেন একাডেমির সভাপতি পদে ৩ বছরের জন্য নিয়োগ পান। ওই বছরের ৬ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি ৩৪ বছর চাকরিজীবন কাটিয়েছেন বাংলা একাডেমিতে। সেলিনা হোসেন কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। পাশাপাশি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উপন্যাসে অবদানের জন্য ১৯৮০ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ পান। ২০০৯ সালে ভাষা ও সাহিত্যে ‘একুশে পদক’ এবং ২০১৮ সালে সাহিত্যে ‘স্বাধীনতা পুরস্কার’ পান। আরটিভি/এমএ  
১৭ অক্টোবর ২০২৪, ২২:৪৮

বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব, খেলবেন রশিদও
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেনের অষ্টম আসর। এই টুর্নামেন্টে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। এর আগে ষষ্ঠ আসরেও আইকন তো বটেই দলটির অধিনায়কও ছিলেন তিনি। এ ছাড়াও প্লাটিনাম সাইনিং হিসেবে রশিদ খানকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। গত আসরে চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে চুক্তিবদ্ধ হলেও খেলেননি এ আফগান লেগ স্পিনার। এবারের আসরে বাংলা টাইগার্সের হয়ে সাকিব-রশিদ ছাড়াও খেলবেন ইফতেখার আহমেদ, লাইম লিভিংস্টোন এবং হযরতুল্লাহ জাজাই। পাঁচবার এই টুর্নামেন্টে খেলে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা টাইগার্স। তৃতীয় আসরে প্রথমবার খেলতে নেমে টেবিলের তিনে থেকে শেষ করে তারা। সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ সফলতা। উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এরপরই বিপিএলে যোগ দিতে পারেন সাকিব আল হাসান। আরটিভি/ এমএসআর
১০ অক্টোবর ২০২৪, ১৬:৪৭

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ
আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দলের প্রস্তুতি সারতে আরও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। এবার স্থগিত হওয়া সিরিজের তিনটি ওয়ানডে খেলবে তারা।  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। শুরু হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে আগামী ৯ ও ১১ নভেম্বর।   রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এর আগে বিসিবি জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্টের পাশাপাশি, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। পুরো সিরিজই হবে দেশের বাইরে। পরে এসিবি ২৫ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে ভারতের গ্রেটার নয়ডায় এই সিরিজ আয়োজনের কথা জানায়।  যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পরে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজটি স্থগিত করে দেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ওয়ানডে সিরিজটা নভেম্বরে খেলতে দুই দল। আফগানিস্তান সিরিজ শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে টাইগাররা। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আরটিভি/ এমএসআর  
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২৩

ঢাবিতে ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ স্লোগান মুছে দিলো শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলের স্প্যামে লেখা ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ লেখাটি মুছে দিয়ে এর জায়গায় ‘চির উন্নত মম শির’ লিখে টিএসসি এলাকায় ছাত্রলীগের শেষ স্মৃতিচিহ্ন মুছে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে তারা ১৭ আগস্ট লেখাটি মুছে ফেলার উদ্যোগ নিলেও দেশে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়।  শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী লেখাটি মুছে দিয়ে সেখানে নতুন স্লোগানটি লেখেন। ওই ৬ শিক্ষার্থীর একজন হলেন এস. এম. এহসান উল্লাহ (ধ্রুব)। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে মেট্রোরেলে ফ্যাসিবাদের দলীয় স্লোগান ‘জয় বাংলা’ লেখা ছিল। স্বৈরাচার তার অস্তিত্ব বিভিন্নভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিতে চায়। তারই প্রতীক হিসেবে ক্যাম্পাসের সব থেকে দৃশ্যমান স্থানে ছিল এই লেখা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচারের সকল সিম্বলিক নিদর্শনগুলোকে মুছে ফেলতে চাই। যেন স্বৈরাচার কোনোভাবেই পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি আরও বলেন, আমরা তারই অংশ হিসেবে ‘জয় বাংলা’ লেখাটি মুছে দিয়ে সেখানে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর পঙ্‌ক্তি ‘চির উন্নত মম শির’ লিখে দিয়েছি। এই লেখার মাধ্যমে আমরা সবাইকে বারবার মনে করিয়ে দিতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ইতিহাসের ধারাবাহিকতায় ২০২৪ এ-ও তা পুনরায় প্রমাণিত। সুতরাং ভবিষ্যতেও যদি কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মাথা উঁচু রেখে প্রতিবাদ জারি রাখবে। প্রসঙ্গত, এর আগে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো থেকে ছাত্রলীগের লেখা মুছে দিয়ে সেখানে জুলাই বিপ্লবের গ্রাফিতি আঁকা হয়। 
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪১

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আজম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। নিয়োগ বিষয়ে ড. মোহাম্মদ আজমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি জানিয়েছে। মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন। ড. মোহাম্মদ আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, সম্পাদিত গ্রন্থ ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’, ‘কবি ও কবিতার সন্ধানে’।
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়